৭ই মার্চের ভাষণ

প্রকাশ | ০৬ মার্চ ২০২৩, ০০:০০

জসীম উদ্দীন মুহম্মদ
একটি ভাষণ বজ্রকণ্ঠে ধ্বনিত হলো আজ কিশোর, যুবা, বৃদ্ধ সবাই ছুটল ফেলে কাজ। নিমিষেই তা ছড়িয়ে গেল শহর, বন্দর, গ্রাম সবার মুখে একটিই রব শেখ মুজিবের নাম। একটি কণ্ঠ কোটি কণ্ঠে হলো যে রূপান্তর স্বাধীন স্বাধীন বলে সবার জাগল রে অন্তর। সেই ভাষণটা বিশ্বজুড়ে ফেলে দিল সাড়া স্বাধীন নামের সুখপাখিটা ধরতে পাগলপারা।