উত্তাল মার্চে

প্রকাশ | ০৬ মার্চ ২০২৩, ০০:০০

সাদিয়া আফরোজ
উত্তাল মার্চে লাগল দেখ সারাদেহে আগুন, বঙ্গবন্ধুর স্বদেশ ভাষণ দূর করল ওই ফাগুন। উত্তাল মার্চে মাঠে ঘাটে রাজপথ জুড়ে খুন খুন, উত্তাল মার্চে বাংলার পাখিও যুদ্ধের ধরছে গুনগুন। উত্তাল মার্চে নদী উত্তাল উত্তাল সমুদ্রের ঢেউ, বাঙাল জাগছে কাঁচতে হাতে নিস্তার পাবে না কেউ। উত্তাল মার্চে উত্তাল আকাশ বাংলার মাটি,বায়ু, উত্তাল মার্চ কেড়ে নিল ভাই ত্রিশ লাখ আয়ু।