ফাগুন এলো

প্রকাশ | ০৬ মার্চ ২০২৩, ০০:০০

শাহানাজ শিউলী
ওই যে দেখো ফাগুন এলো লাল হয়েছে পলাশ বন, এলোকেশী উড়ছে হাওয়ায় পাগল করে উদাস মন। কচি কচি সবুজ পাতায় চুইয়ে চুইয়ে পড়ে তেল, আম-কাঁঠালের ফলের বাহার আরও সুবাস পাকা বেল। অগ্নিঝরা কৃষ্ণচূড়া ঘোমটা টানে বেনারসি, ফাগুন মাসে ঝরাপাতা আম্রমুকুল রাশি রাশি। শিমুল ফোটে পলাশ ফোটে মন ভুলে যায় কোকিল গানে, পুবাল হাওয়া থমকে দাঁড়ায় শিউলি ঝরে অভিমানে। ফুল-ফসলের রূপ-বাহারি নতুন পাতা গাছের ডালে, ঝরাপাতা ঝড়ো হাওয়ায় নৃত্য করে তালে তালে। রাষ্ট্রভাষা বাংলা নিয়ে ফাগুন এলো আমার দ্বারে রক্তঝরা ফাগুনকে তাই সালাম জানাই বারে বারে।