স্বপ্নের গন্তব্য

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

প্রকৌশলী মো. আনোয়ার হোসেন
তুমি এসেছিলে নীলিমায় হারানো কোন নি®প্রভ বেলায় শরতের হিমেল পরশ লাগিয়ে গায়ে টগর ফুল গুঁজে খেঁাপায়। তোমার পরশে প্রকৃতি সেজেছিল অপরূপ মায়ায় স্বচ্ছ স্ফটিক জলে লাবণ্যতা বেড়েছিল তোমার আমার ভালোবাসার ছায়ায়। পাখির কিচিরমিচির শব্দ,ঘুঘুর ডাকে তরুপল্লব শোভিত মেঠো পথের বঁাকে বসেছিল নিমর্ল প্রাণের মেলা রঙ বেরঙের মৎস্যকুলের জলকেলি ছিল সারাবেলা। সুরের মূছর্নায় বসেছিল আনন্দের আসর রাতের প্রকৃতি ধারণ করেছিল অজানা এক বাসর! হাজার মানুষের ভিড় ঠেলে খুঁজে নিয়েছিলাম আমাদের পথ ফিরেছিলাম স্বপ্নের গন্তব্যে আমাদের ভালোবাসার নীড়ে।