একুশ তুমি

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নুরুল কবির মিলন
একুশ তুমি বাংলার ইতিহাস রক্তাক্ত রাজপথ, ঘাতকের গুলি একুশ তুমি বীর শহীদদের বাংলা মায়ের প্রথম বুলি। একুশ তুমি লাল-সবুজের স্বাধীন পতাকা উড়া একুশ তুমি স্বণর্ শিহরণ পদ্মা গৌরী হিমালয় চূড়া। একুশ তুমি আমার ভাইয়ের দীপ্তকণ্ঠে এক সাগর রক্তের গান একুশ তুমি রফিক শফিকের বুকের তাজা রক্ত প্রাণ। একুশ তুমি বঙ্গ বিজয়ের এক দিগন্তের ডাক একুশ তুমি বঙ্গোপসাগরে ঢেউখেলা বিজয়োচ্ছ¡াস। একুশ তুমি শিখিয়ে দিলে অ -আ- ক- খ একুশ তুমি দান করিলে শহীদের স্মৃতিস্তম্ভ।