ঠিকানা

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
মনের কক্ষপথে শুধু তোমার ঘূণের্ন গ্যালাক্সি ছাপিয়ে উদ্দাম নৃত্যে শিহরণের ঝড় উঠে; বুকের অলিন্দ-নিলয়ে ভালোবাসার স্পন্দন কেড়ে নেয় অদ্ভুত অঁাধার। কতটা ব্যবচ্ছেদ করলে- তোমার বিশ্বাসের বরফ কংক্রিট গলে গলে আছড়ে পড়বে হৃদয় নোঙরের নিপতিত বিন্দু বরাবর। যেখানে থরে থরে সাজানো ¯েøাগানমুখর মিছিল কঁাপিয়ে দেয় শরীরের কোষ কলার প্রতিটি বিন্দু। নিবিড় আড়ালে পদার্টা সরিয়ে নাও; হাতে রাখো হাত। আমাদের হেঁটে যাওয়া অঁাকাবঁাকা মেঠোপথে তোমার এঁকে দেয়া পদচিহ্ন; স্বপ্ন বুননের সুঁইসুতার ঠিকানা খঁুজে পাবে নিশ্চিত।