সীতাকুÐে প্রকাশনা উৎসব

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সবুজ শমার্ শাকিল
সীতাকুÐের ক্যালেন্ডার প্রকাশনা উৎসবে বন্ধুরা
জেজেডি ফ্রেন্ডস ফোরাম সীতাকুÐের বন্ধুদের সহযোগিতায় বণির্ল আয়োজনে সীতাকুÐ অনলাইন জানাির্লস্ট অ্যাসোসিয়েশনের ক্যালেন্ডার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের স্বতঃস্ফ‚তর্ অংশগ্রহণ আনন্দের মাত্রাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। সোমবার সকালে পৌরসদরের আল আমিন চাইনিজ রেস্তোরঁায় আমন্ত্রিত অতিথিদের সম্মুখে নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশনার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম মো. ওয়াহিদী। প্রতিবারের মতো এবারও ক্যালেন্ডার প্রকাশনায় সীতাকুÐের ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরার প্রাণপণ চেষ্টা চালিয়েছেন অনলাইন জানাির্লস্ট অ্যাসোসিয়েশন। এতে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধের স্মৃতিবিজড়িত কুমিরায় নিমির্ত স্মৃতি ৭১-এর চিত্রকে বিশেষ গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে নতুন বছরের ক্যালেন্ডার। এতে অনলাইন জানাির্লস্ট অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী এ প্রচেষ্টার ভ‚য়সী প্রশংসা করেন উপস্থিত সব অতিথি। সীতাকুÐ অনলাইন জানাির্লস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ শিল্পপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মো. শাহিদুল আলম মিন্টু। অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বিএসসির সঞ্চালনে বিশেষ অতিথি ছিলেন, কবি শাহ নেওয়াজ বিপ্লব, সাবেক ছাত্রনেতা ও আজকের সূযোর্দয় রিয়াদ প্রতিনিধি সাংবাদিক ইউছুফ খান, প্রবাসী মো. আলিম উদ্দিন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা ও সীতাকুÐ প্রতিনিধি সবুজ শমার্ শাকিল, ফ্রেন্ডস ফোরাম ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুনুর রশিদ মামুন। সভায় বক্তব্য রাখেন, দৈনিক আজাদী প্রতিনিধি লিটন কুমার চৌধুরী, অনলাইন জানাির্লস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, অথর্ সম্পাদক কামরুল ইসলাম দুলু, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন শিবলু, জেজেডি ফ্রেন্ডস ফোরাম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন সুমন ও মো. এরশাদ হোসেন প্রমুখ। সভায় জেজেডি ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা সবুজ শমার্ শাকিল অনলাইন জানাির্লস্ট অ্যাসোসিয়েশনের ভিন্নধমীর্ এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সীতাকুÐ অনলাইন জানাির্লস্ট অ্যাসোসিয়েশন প্রতিবারেই সীতাকুÐের গৌরবগাথা ইতিহাসকে নিজ প্রচেষ্টায় তুলে ধরে। পাশাপাশি সত্য লেখনীর মাধ্যমে সমাজের সব অসংগতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। কমর্যজ্ঞে অনেকটা জেজেডি ফ্রেন্ডস ফোরামের সমমনা এ সংগঠনের ভবিষ্যৎ সব কাজে ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উপদেষ্টা জেজেডি ফ্রেন্ডস ফোরাম সীতাকুÐ, চট্টগ্রাম