বাংলা আমার প্রাণ

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ফেরদৌস আর রাজ্জাকী
বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ, বাংলা মায়ের শাড়ির আঁচল বাংলা বধূর চোখের জল। বাংলা আমার হূদয়ের স্পন্দন বাংলা আমার গান, বাংলায় কথা বলতে গিয়ে পাই, ভাষা শহীদের ঘ্রাণ। বাংলা বোনের হাসিমাখা মুখ বাংলায় কেঁদে পাই যেন সুখ, বাংলায় কই কথা, বাংলায় সই ব্যথা বাংলায় শুনি পাখির কলতান। বাংলায় বাঁধি সুরের মায়াজাল, এ যেন শ্লোক গাথা ভাষা শহীদের দান। বাংলা ভাষার জন্য যুদ্ধে যাওয়া সেই রফিক, শফিক কই? চেয়ে দেখ তারা চিরনিদ্রায় শহীদ মিনারে ওই।