বর্ণমালা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শামীম আহমেদ
তুমি বলেছিলে আসবে- সাথে নিয়ে উপহার। দিনটি ছিল ৮ই ফাল্গুন, চারিদিকে ফুলের সমাহার। যে উপহারের জন্য তুমি ও তোমার বন্ধুগণ ভঙ্গ করলে ১৪৪ ধারা- তারপর... সে উপহার পৌঁছল ঠিকই। কিন্তু তুমি নেই, আছে তোমারই দানে- কালিতে-কলমে কথামালায় আর মননে তোমারই বর্ণমালা।