বষার্ এলো গঁায়

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

তুষার কুমার সাহা
ওই যে খোকা মেঘ এসেছে দেখবি যদি আয়, একটু পরে বৃষ্টি এসে ভাসে আমার গঁায়। নতুন রূপে বষার্ হয়ে আসবে আমার গঁায়, ওরে খোকন যাচ্ছ-নি দূরে ডাকবে আমার মায়। হঁাটু-জলে বষার্ হয়ে থাকবে আমার গঁায়, কাদা-জলে হঁাটার ভীষণ পরবে দেখো দায়! চলবে নৌকা বলবে মাঝি- বষার্ এলো গঁায়, নতুন রূপে বষার্ ঘুরে এলো আবার হায়!