শ্রাবণের কষ্ট

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

নুশরাত রুমু
ঘন মেঘে ঢাকে আকাশ নেইতো আলোর রেখা অবিরত বৃষ্টি ঝরে সূযর্ যায় না দেখা। শ্রাবণ এলে এমনি রূপ বন্দি রবে ঘরে ছাতা ছাড়া বাইরে গেলে করবে কাবু জ্বরে। সখের জুতা ছিঁড়বে তোমার কাদার মাঝে হেঁটে কষ্টে কাটে দিনমজুরের খাবার নেইকো পেটে। ডুবে চাষির ক্ষেতের ফসল ভাঙে বেড়িবঁাধ বন্যা এসে ভাসিয়ে নেয় কৃষকের সব সাধ।