শ্রদ্ধাঞ্জলি চকরিয়া

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মো. মনজুর আলম
শহীদ মিনারে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়ার বন্ধুরা
"একুশ এলেই প্রাণে লাগে দোল, একুশ আমার রক্ত ঝরা ফুল" প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে মহান অমর একুশ আন্তর্জাতিক বাংলাভাষা দিবস-২০১৯ উদযাপন করেছে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার বন্ধুরা। ফোরামের বন্ধুদের সার্বিক সহয়োগিতার মাধ্যমে পুরো অনুষ্ঠান হয়ে উঠে যেমন প্রাণবন্ত আবার শহীদের স্মরণে হয়ে উঠে আবেগঘন পরিবেশও। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অমর একুশ পালন কর্মসূচিতে প্রথমেই ছিল প্রভাতফেরি ও পৌরশহরের পুরাতন বিমানবন্দরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং পুষ্পমাল্য অর্পণের পর পৌরশহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ ভোজ। যায়য়ায়দিন ফ্রেন্ডস ফোরামের চকরিয়ার সভাপতি মাস্টার আরাফাত হোছাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউনুছের পরিচালনায় আলোচনা সভায় শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফোরামের প্রধান পৃষ্ঠপোষক যায়যায়দিনের চকরিয়া প্রতিনিধি ও চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনজুর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নারী নেত্রী ও বেসরকারি উন্নয়ন সংস্থা কর্ম নীড়ের নির্বাহী পরিচালক জয়িতা শাহেনা বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর চকরিয়ার সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের সভাপতি ও ফোরামের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মো. জাহেদুল ইসলাম। প্রধান অতিথি বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রম্নয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষাণা করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা বা ইউনেস্কো। ২০০০ সাল থেকে একুশে ফেব্রম্নয়ারি পালিত হচ্ছে সেই মর্যাদায়। তাই আগামীতে আরো বেশি বেশি ভাষা শহীদদের স্বরণে কাজ করার জন্য সব সদস্যের প্রতি আহ্বানও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি- ইসফাতুল হাসান ইসফাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মো. জিকু, অর্থ সম্পাদক- রবিউল হাসান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আলী মর্তুজা টিটু, সহ-সম্পাদক- শাহাদাত হোসেন নাহিদ, সহ-সম্পাদক- নুরুল কবির মিলন,সহ-সম্পাদক- মো. দিনার, সদস্যদের মধ্যে নবীর হোছাইন, আমির হোসেন, জিকু, ছৈয়দ নুরুল ইসলাম, জমির উদ্দিন, মঈন উদ্দিন, রিফাত হাবিব, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।