গোদাগাড়ীতে বন্ধুদের স্টল

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আব্দুল বাতেন
বইমেলার স্টলে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা
মহান একুশে ফেব্রম্নয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে শহীদ মিনারে। রাজাশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারিভাবে নানান কর্মসূচি পালন করে। এর মধ্যে উপজেলা প্রশাসন ৫ দিনব্যাপী অমর একুশে বইমেলার আয়োজন করা হয়। এতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা বইমেলায় স্টল দিলে অংশগ্রহণ করে। বই মেলার উদ্বোধন করার পর যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসহাক, জোজডির উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মো. শিমুল আকতার, উপদেষ্টা ও গোদাগাড়ী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এবিএম কামারুজ্জামান বকুলসহ বিভিন্ন পর্যায়ের সুধিজন মেলার স্টল পরিদর্শন করেন। জেজেডির বই স্টলে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ইতিহাস ঐতিহ্য সংবলিত বই, মুক্তিযুদ্ধভিত্তিক গল্প, উপান্যাস, কবিতা, ছোটদের ভুতের গল্পসহ নানান ধরনের বই স্থান পাই। অতিথিরা মেলার বই স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন, জেজেডি ফ্রেন্ডস ফোরাম দীর্ঘদিন হতে গোদাগাড়ীতে বিভিন্ন সময় নানান সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম পরিচালনার ফলে গোদাগাড়ীর সুনাম অক্ষুণ্ন রেখেছে। ভবিষ্যতে এসব কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, জেজেডি ফ্রেন্ডস ফোরামের গোদাগাড়ী উপজেলা সভাপতি আব্দুল বাতেন, সহ-সভাপতি আব্দুলস্নাহ-আল-মামুন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, নির্বাহী সদস্য শিষ মোহাম্মদ, আব্দুলস্নাহ, মাসুম, আল-আমিন, শাওন, তারিফ, ইমনসহ অন্য সদস্যরা। গোদাগাড়ী, রাজশাহী