একুশ এলে

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মোহাম্মদ নূর আলম গন্ধী
একুশ এলে মনে পড়ে রক্তে ভেজা রাজপথ মায়ের ভাষার দাবি আদায় বজ্র কঠিন শপথ। একুশ এলে মনে পড়ে শোক গাথা সে দিন শহীদ ভাইয়ের আত্মত্যাগ ও মায়ের ভাষার ঋণ। একুশ এলে মনে পড়ে বর্ণমালার গান জীবন দিয়ে রাখলো যারা মায়ের ভাষার মান। একুশ এলে মনে পড়ে ইতিহাসের পাতা রফিক-শফিক সালাম-বরকত কোটি প্রাণে গাথা।