ভাষার গান

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শফিকুল ইসলাম শফিক
হাল ধরেছি নৌকো নিয়ে পাল উড়াইছে শহীদ মিনার, ভাষার নদী উথলে ওঠে নাইরে কূলও নাইরে কিনার অচিন দেশে যাব আমি হাত বাড়িয়ে ডাকে ফাগুন, যেথায় আমার বাংলা মায়ের সবুজ পাতায় জ্বলে আগুন। আমার নৌকোয় কে কে যাবে চাই না আমি কোনো দিনার মায়ের চোখে লেখা আছে শুনব এমন গল্প হাজার, সেই দেশেতে আঁকা আছে আমার শহীদ ভাইয়ের মাজার। শুনতে কি পাও হাওয়ার কানে ঝঙ্কৃত সুর হৃদয় বীণার