এলো বসন্ত

প্রকাশ | ০৫ মার্চ ২০১৯, ০০:০০

কবির মাহমুদ
লাল হয়েছে কৃষ্ণচূঁড়া ফুটছে শিমুল ডালে, রাঙায় দিতে করছে চুমি মায়ের সবুজ গালে। ডাকছে কোকিল কুহুকুহু উড়ছে আকাশপানে, বসন্তটা আসলো ফিরে পাখির মুক্ত গানে। আমের গাছে মুকুল ঘ্রাণে সাজছে সবুজ গাঁ, মেঘবালিকার পরশ পেয়ে হাসছে আমার মা। সবুজ কুঁড়ি ফলের মুকুল ফিরছে সজিব প্রাণ, ফুল ফুটেছে পাপড়ি মেলে ছড়ায় দিতে ঘ্রাণ।