ফাগুন

প্রকাশ | ০৫ মার্চ ২০১৯, ০০:০০

মোহাম্মদ নূর আলম গন্ধী
ফাগুন বনে হাওয়ার সনে \হদোলছে হরেক ফুল তাই না দেখে সুর তুলেছে কোকিল ও বুলবুল। সুরে সুরে গাইছে আরো ফিঙে-শালিক ময়না ফাগুন দিন খুবই রঙিন তুলনা যে হয় না। রং বাহারি ফুলে ফুলে প্রজাপতির খেলা ফুলের সুবাস গায়ে মাখে কাটায় সারা বেলা। বসন্তেরই ফাগুন দিন রং ছড়ায় সে বেশ রং ও রূপের মায়ায় হাসে শ্যামল বাংলাদেশ।