একাই থাকতে দাও

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
একাই থাকতে দাও, চারপাশে চৌহদ্দি এঁকে দাও অমোছনীয় কালির গভীর আঁচড়ে। স্রোতের ভেলায় তোমাদের বোবা মিছিলে- একটু নড়েচড়ে উঠলেই অথৈ জলে ফেলে দিবে, আরো কত কি! নষ্ট জলে ডুবতে চাই না; একাই ভেসে থাকতে দাও- জলে-স্থলে এই শূন্যোদ্যানে। একাই থাকতে দাও, একাদের সম্পর্কের রৈখিক-কৌণিক দূরত্বের বহুমাত্রিক জ্যামিতিক হিসেব নেই, মন্দ-ভালো, আশা পূর্ণের নদী নেই। গাছের ছায়ায়,মাটির মায়ায় একাই থাকতে দাও।