প ঙ্‌ ক্তি মা লা

সোনালি হেমন্ত

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ইসরাত জাহান ইয়াশ
এসো হেমন্ত শরতের পেজা মেঘ ঠেলে- ভোরের শিশির কণায় মুগ্ধতা ছুঁয়ে, নতুন সোনালি সকাল। তুমি হেমন্ত! বাংলার ঘরে ঘরে নবান্নের উৎসব, বিন্নি ধানের পিঠা-পায়েসের ম... ম... গন্ধ। মাঠ-প্রান্তর, নদীর কোল ঘেঁষে সাদা কাশ ছাড়িয়ে কৃষকের মাঠের সোনালি পাকা ধান আর হলুদ সর্ষে ফুলের মাতাল করা ঘ্রাণ। কার্তিক অগ্রহায়ণের মৌসুমী দান আকাশে বাতাসে রাঙ্গিয়ে এক নতুন প্রাণ। হেমন্ত তুমি- কৃষাণ-কৃষাণীর মুখের হাসি, ঘাম ঝরানো শ্রমের মিষ্টি ব্যস্ততা এই গ্রামবাংলার এক মধুময় সময় ভালোবাসায় জড়ানো অবিরাম।