প দা ব লি

ষড়ঋতুর ক্যানভাস

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

অর্ণব আশিক
দৃষ্টি মেলে দিলেই সমীকরণ খুঁজে পাই আমার গাঁয়ের উপরে হেমন্তের নীল আকাশ নিচে সবুজ শষ্য ক্ষেত স্নায়ুর ভিতর ঢুকে যাওয়া আমার গ্রাম। আমার শিশুকাল ও কৈশোরের ফেরারি স্বপ্নগুলো নীল আকাশ ও সবুজে মাঠে এসে মাউথ অর্গান বাজায়। আমি গলে যাওয়া মোমের মতো পড়ে থাকি ষড়ঋতুর বৈচিত্র্যময় এই ক্যানভাসে।