শের ই বাংলা পদক ২০২৩ সম্মাননা পেলেন কবি ও ছড়াকার আফসার আশরাফী

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

গোলাপ আমিন
সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ সম্মাননা তুলে দিচ্ছেন
চারুলতা সংস্কৃতি সংসদের আয়োজনে সম্প্রতি ঢাকা বাংলা মটর 'বিশ্ব সাহিত্য কেন্দ্র' মিলনায়তনে শের -ই- বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনিন্দ্য সমাজ গড়তে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা, চারুলতা পদক শের ই বাংলা ২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট নাট্যকার, নির্মাতা ও ৯০ দশকের জননন্দিত লেখক রানা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শের -ই- বাংলা এ কে ফজলুল হকের যোগ্য উত্তরসূরি সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে শের -ই- বাংলা এ কে ফজলুল হকের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন অ্যাডভোকেট মো. মোজাহার আলী, ফয়সাল আহমেদসহ বিশিষ্টজনরা। সবশেষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার সদস্যসচিব আফসার আশরাফীর হাতে শের ই বাংলা পদক ও সম্মাননাপত্র প্রদান করেন। সহ-সভাপতি, ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।