নেছারাবাদে (স্বরূপকাঠি) আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মো. তরিকুল ইসলাম
ফ্রেন্ডস ফোরাম নেছারাবাদের বন্ধুরা ফটোসেশনে
বন্ধুত্ব করি দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলার নেছরাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন উপজেলা চেয়ারারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও থানা অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার। জানুয়ারি মাসের ২৯ তারিখ সোমবার সাংবাদিক তরিকুল ইসলামের সভাপতিত্বে সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বরে উন্মুক্ত আলোচনা, ফ্রেন্ডস ফোরামের গুরুত্ব সম্পর্কে বিশদ বিবরণ তুলে ধরা হয়। এ ফোরামের বন্ধুরা সামাজিক অবক্ষয় রোধ, হতদরিদ্রকে সহায়তা, সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থেকে অন্য মানুষকে উৎসাহিত করা সহ বিভিন্ন সময়ে সমাজের জন্য হিতকর কাজ করবে। গল্প, কবিতা লেখালেখিসহ নানাবিধ কাজও করবে এবং বন্ধুদের নির্বাচিত লেখা পত্রিকায় প্রকাশ পাবে। বন্ধুরা ফ্রেন্ডস ফোরামের পতাকাতলে থেকে ভালো কাজ করবেন। সবশেষে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘেষণা করা হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক: আশিক আহমেদ সিক্ত; যুগ্ম আহ্বায়ক: কাইয়ুম হোসেন, ফজলে রাব্বি ও মাইনুল হোসেন, সদস্য সচিব: সানজিদা রহমান শুভ্রা; যুগ্ম সদস্য সচিব: লিমন আকন ও তৌহিদুল ইসলাম তানিম, সম্মানিত সদস্য: মনির হোসেন, সাগর, রিয়াদ রহমান, নভেল আকন, লাইলি বেগম, সঞ্চিতা সমদ্দার, বাপ্পি কর্মকার, রাকিবুল ইসলাম, হাসিবুল রহমান, সুহান, আশিকুল ইসলাম, সুবল কর্মকার, শরিফুল ইসলাম, ফারদিন, জিয়াউল কবির ও মেহেদী হাসান। উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম, নেছারাবাদ (স্বরূপকাঠি) পিরোজপুর।