স্বাধীনতা

প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৯, ০০:০০

ইসমত জাহান লিমা
স্বাধীনতা মানে একটি মুখের সংগ্রামী কবিতা স্বাধীনতা মানে নিজ ভূখন্ডে উদিত রবিটা। স্বাধীনতা মানে এক রক্তক্ষয়ী ইতিহাস স্বাধীনতা মানে মাতৃভূমিতে স্বাধীন বসবাস। স্বাধীনতা মানে পরাধীনতার শিকল ছাড়া স্বাধীনতা মানে একটি ভঙুর জাতিকে পড়া। স্বাধীনতা মানে শহীদদের বীরত্বগাথা কাহিনী, স্বাধীনতা মানে ভয়ঙ্কর কত নিদ্রাহীন রজনী। স্বাধীনতা মানে অন্যের দাসত্বের অবসান স্বাধীনতা মানে লাল-সবুজের জয়গান।