পঁচিশের রাত ভয়ানক

প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৯, ০০:০০

মিনহাজ উদ্দীন শরীফ
পঁচিশে মার্চ আঁধার রাতে সহস্র প্রাণ ঝরে; বাঙালিদের আঘাত করতে বোমা ছুড়ে ঘরে। গভীর নিদ্রায় মগ্ন সবাই এই সুযোগটা নিয়ে; মা-মেয়েদের হত্যা করে ইজ্জতে হাত দিয়ে। ভীতুদের ঐ কান্ড দেখে মেঘলা করে আকাশ; চতুর্দিকের কালো ছায়া উড়িয়ে দেয় বাতাস। মায়ের সামনে ছেলের বুকে পাকবাহিনীর গুলি; ভয়ানক ঐ আঁধার রাত্রি স্মৃতির পাতায় তুলি! সন্তান হারা বাবার চোখে আজও অশ্রম্ন গড়ে; উত্তাল রাতে করুণ সুরে মায়ে চিৎকার করে।