কবিতা

প্রকাশ | ১৬ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
না দেখা আমার ওয়ারিশা রহমান পিরোজপুরের নদীর পাশে আমাদের এই ছোট্ট শহরে কখন যে ডাকে ভোরের পাখিরা, ফুল ফোটে কত পাতার বহরে। জানিনা কখন আকাশের পাড়ে জ্বলেকি আগুন কৃষ্ণচূড়ায় ফুটে যে কখন ভোরের শেফালি, সবুজ মাচান কুমড়ো লতার, ধান ক্ষেতে বোনাগঁড়ের চাষির কত না স্বপ্ন না বলা কথার। কখনো দেখিনি গোয়ালে ধারে ডাগর দুচোখ ধবলী গাভীর। দেখা হইনি কো নদীর ওপারে সন্ধ্যা আকাশে ছড়ানো আবীর কী জানি কখন বিকেল গড়িয়ে খুব চুপিচুপি সন্ধ্যে ঘনায়, রাত্তি যখন তাড়া দিয়ে যায় মেঠো পথ বেয়ে হারিয়ে যাবার, দেখিনি তখন জোনাকির ঝাঁক পিদিম জ্বালায় সোনালি আভার জানিনা কখন পাখিরা ঘুমোয়, গুটিয়ে ক্লান্ত ধূসর পালক। কী করে জানবো, বই পোঁকা আমি, ঘরকুনো এক সুবোধ বালিকা। শিক্ষার্থী, সপ্তম শ্রেণি পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়