সাংবাদিক অমিত রায়কে সংবর্ধনা আয়োজনে ফ্রেন্ডস ফোরাম ফুলপুর

প্রকাশ | ১৬ মার্চ ২০২৪, ০০:০০

শাহ্‌ নাফিউলস্নাহ সৈকত
সাংবাদিক অমিত রায়কে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ফ্রেন্ডস ফোরাম ফুলপুরের বন্ধুরা
ময়মনসিংহের ফুলপুর উপজেলার গর্বিত সন্তান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইজে) যুগ্ম মহাসচিব এবং দৈনিক যুগান্তর ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার অমিত রায় বিপুল ভোটে তৃতীয়বারের মতো ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্প্রতি তাকে ফুলপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। 'আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৩ মার্চ সন্ধ্যায় যায়যায়দিন-এর ফুলপুর উপজেলা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনার দেওয়া হয়। ময়মনসিংহ সাংবাদিক সমিতির সদস্য ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ফুলপুর শাখার উপদেষ্টা সাংবাদিক শাহ্‌ নাফিউলস্নাহ সৈকতের সভাপতিত্বে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ফুলপুর শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি)। ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অমিত রায়কে সংবর্ধিত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিবিসি টেলিভিশনের বু্যরো প্রধান রাকিবুল হাসান রুবেল, সমাজসেবা কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কবি কামরুল হাসান কামু, সাপ্তাহিক ফুলতারার সম্পাদক ও যুগান্তরের সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক মোস্তফা খান, মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাফায়েত জামিল সাজু, আইডিয়াল কলেজের চেয়ারম্যান ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাহিদ নিগার সুলতানা, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল হোসেন, যুবলীগ নেতা আক্তার মাসুদ সরকার, ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ সম্রাট, বিশিষ্ট ঠিকাদার আকিকুল ইসলাম রাজু, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন জুয়েল, যুগ্ম সদস্য সচিব আশরাফুল আলম হৃদয়, সদস্য উদয় সরকার প্রমুখ। অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, 'অমিত রায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা গর্ববোধ করছি। একটা কথা না বললেই নয়, সম্পাদক হওয়ার আগেও তিনি সব সময় আমাদের পাশে থেকেছেন। বিভিন্ন সহযোগিতা করেছেন। আমরা দেখেছি তিনি গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি এ ধারা অব্যাহত থাকবে।' ওসি মাহবুবুর রহমান বলেন, 'আমরা গর্বিত। রিপোর্টার থেকে আজ সাংবাদিক নেতা। তিনি স্বচ্ছতার সঙ্গে সাংবাদিক মহলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অমিত রায় আমাদের অহংকার।' প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় বলেন, 'এত সুন্দর আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামসহ সব বন্ধুদের। আপনাদের ভালোবাসায় আজ এ পর্যন্ত আসতে পেরেছি। চেষ্টা করেছি সবসময় সাংবাদিকদের যেকোনো সমস্যায় পাশে থাকার। ভবিষ্যতেও এর ব্যত্যয় ঘটবে না। তিনি আরও বলেন, ফুলপুর উপজেলায় একটি মডেল গণপাঠাগার এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি আধুনিক প্রেস ক্লাব ভবন নির্মাণ করার চেষ্টা করব।' উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম ফুলপুর, ময়মনসিংহ।