বর্ষবরণ সিরাজগঞ্জ

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০

এইচএম মোকাদ্দেস
সিরাজগঞ্জে বন্ধুদের ফটোসেশন
এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গস্নানি, ঘুচে যাক জরা, বাঙালির এ প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের মতো সিরাজগঞ্জ যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি পালন করে। বর্ষবরণ উপলক্ষে নানা রঙে সেজে সকালে মঙ্গল শোভা যাত্রায় অংশগ্রহণ, পান্তা ইলিশ খাওয়া, বিকালে যমুনার পাড়ে বেড়ানো, সন্ধ্যায় মতবিনিময় সভা ও রাতে প্রীতি ভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় শহরের হোটেল অ্যারোস্টক্রেট ইন অ্যান্ড টাউন ক্যাফে সিরাজগঞ্জ যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. পারভেজ রায়হানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক নূর-ই ইলাহী, মাহবুব মিয়া, হারুনুর রশিদ হারুন, ফরিদুল ইসলাম ফরিদ, মির্জা রেজাউল করিম রেজা, আব্দুলস্নাহ সোহাগ, এম এ মালেক, এনামুল হক, এ কে আজাদ ও সংগঠনের উপদেষ্টা যায়যায়দিন সিরাজগঞ্জ প্রতিনিধি এইচএম মোকাদ্দেস প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য সংদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তরা বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরাম। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে আসছে। এ ছাড়া বিভিন্ন সময়ে মাদক ও সন্ত্রাসবিরোধীসহ নানা কর্মসূচি পালন করে জেজেডি ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা। এ সময় তিনি আরও বলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কারণে আজ আমরা সবাই বন্ধুত্বের অকৃত্রিম বন্ধনে আবদ্ধ হতে পেরেছি। এটি এমন একটি সংগঠন, যেখানে উঁচু, নিচু, বর্ণবৈষম্য ও জাতি ভেদাভেদের কোনো স্থান নেই। বন্ধুসুলভ মনের অধিকারী যে কোনো বয়সের ব্যক্তি এ সংগঠনে এসে অনেকটা স্বাধীনভাবে কাজ করে নিজের মেধা ও প্রতিভার সাক্ষর রাখতে পারেন। উপদেষ্টা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সিরাজগঞ্জ।