জন্মভূমির আত্মকথন

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০

ফেরদৌস আরা রাজ্জাকী
সন্তান হারা মা আমি জানে ভুবনময়, এই পরিচয় দিতে আমার নাহি লাগে ভয়। দলে দলে গোঁফ নাড়িয়ে এলো হায়েনার দল, মুখোমুখি চলল লড়াই নামল লাশের ঢল। লাঠিসোটা হাতে বীরের বেশে একদল নরনারী, দেশ উদ্ধার না করে ফিরবে না কেউ বাড়ি। চারদিকে ঘোর অন্ধকার যায় না কিছু দেখা, ওখানে লড়াই করতে গেছে আমার খোকা। ছোট মেয়েটি গেল জল আনতে নদীর ঘাটে হায়, মান-সম্ভ্রম বিসর্জনে বাকরুদ্ধ হয়ে রয়। বললাম ওরে লজ্জা কিসের ঘুরে দাঁড়াও তুমি, পতাকা হাতে এগিয়ে চল, এ যে আমার জন্মভূমি।