একাদের অঙ্কুরে

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
মধ্য আকাশে যখন সূর্য খিলখিলিয়ে হেসে ওঠে- আমার ছায়াও আমাকে ছেড়ে চলে যায়, মৃত্তিকার আলিঙ্গন থেকে স্পর্শের বাইরে। পরান ব্যাকুল করা এই তুমিও চলে যাবে; এ আর নতুন কি! যাবেই যখন, অপেক্ষার দিনগোনা মিছিল থামিয়ে- মগজের দরজায় খিরকি লাগিয়ে দাও। আমিও শূন্যে ফিরে যাবো, একাদের অঙ্কুরে।