লোহাগাড়ায় ফুলেল শুভেচ্ছা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

এম আবদুল জব্বার ফিরোজ
লোহাগাড়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান বন্ধুরা
চট্টগ্রামের উপজেলা পরিষদ নিবাচনে নবর্নিবাচিত উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ২য় মেয়াদে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ও পূর্ব কলাউজান দারুত তাওহীদ আল ইসলামিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার সহযোগিতায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে চেয়ারম্যান হাউসে গত ১০ এপ্রিল বুধবার বিকালে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সৌজন্যে লোহাগাড়া জেজেডি ফ্রেন্ডস ফোরামের এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা তরুণ শিল্পপতি সাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে দৈনিক যায়যায়দিন পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজের উপস্থাপনায়, আলহাজ মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহিরুল ইসলাম, ফরিদুল ইসলাম, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নুরুল কাদের, হাফেজ মাওলানা ফখরুল ইসলাম শাহেদ, মাওলানা আবদুল মোমেন, যুব নেতা মোহাম্মদ মিনহাজ, কুতুব উদ্দিন, যুগ্ম সদস্য সচিব, জয়নাল আবেদীন বাবু, জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য আইটি ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন মুন্না, জেজেডি ফ্রেন্ডস ফোরাম সদস্য জয়নাল আবেদীন বাবু, সদস্য ও যুব নেতা জসিম উদ্দিন, তাজুল ইসলাম, কায়েদে আজম তারেক, আসহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, জেজেডি ফ্রেন্ডস ফোরামের আয়োজনে বিভিন্ন সভা- সেমিনার ও সাংস্কৃতিক র্কমকান্ডের মাধ্যমে শিক্ষার্থী, যুবসমাজ ও বরেণ্য ব্যক্তিদের সম্মাননা প্রদানের মাধ্যমে যেভাবে উৎসাহউদ্দীপনা দিয়ে যাচ্ছে এতে আমরা খুবই আনন্দিত। সাংস্কৃতিক আগ্রাসনে যুবক-তরুণরা যখন দিশেহারা তখন লোহাগাড়া জেজেডি ফ্রেন্ডস ফোরাম তাদের আধুনিক ও সাংস্কৃতিক কর্মকান্ড দিয়ে তরুণ-যুবকদের আলোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতে করে পত্রিকার সুনাম, প্রচার ও পাঠক বৃদ্ধিতে অবদান রাখছে। অনুষ্ঠান শেষে জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা তরুণ শিল্পপতি সাহাব উদ্দিন চৌধুরীকেও পত্রিকার ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপদেষ্টা লোহাগাড়া উপজেলা, চট্টগ্রাম।