বষার্

প্রকাশ | ২৪ জুলাই ২০১৮, ০০:০০

মোহাম্মদ নূর আলম গন্ধী
কদম কেয়া কামিনি ও ফুটেছে যে বকুল অথৈ জলে উঠছে ভরে নদ-নদীরই দু’ক‚ল। জুঁই চামেলি হাসনাহেনা ছাতিম বনে আজ পাই খুঁজে পাই সেথায়ও যে নিত্য নতুন সাজ! ঝম ঝমাঝম বৃষ্টি ঝরে রিনিঝিনি ছন্দে মনটাতে আজ রঙ লাগে খুব শত ফুলের গন্ধে! বষার্মুখর এমন দিনের তুলনা যে নেই বারে বারে দেখি ফিরে আহ্! তারই রূপকেই!