অনন্ত অম্বরে

প্রকাশ | ২৪ জুলাই ২০১৮, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
স্টেশনে অনেকেই ফিরে আপন গন্তব্যে; কেউ কেউ ফিরে না! ভালোবাসার দেয়াল ভেঙে; চলে যায় ভিন্ন ঠিকানায়। জীবনের ঘূণির্পাকেÑ ঝলমলে শহরের রঙিন গলিতে আমাদের ইচ্ছেঘুড়ি কেটে যায়, কেটে দেয়; হিসেবি চাওয়া-পাওয়ার বিয়োগ খাতা। তিল তিল করে গড়ে তোলা ভালোবাসার আকাশ ছেঁায়া তাজিংডং কখনও সমতলে ধসে পড়ে লালসা ডিনামাইটের বিনাশী আঘাতে। ভালোবাসারও মৃত্যু হয়- অনাদর-অবহেলা কিংবা বিসজের্নর ঢেউয়ে; অযতেœর আগাছায় গিলে মজুত আবেগ, বোধের স্বপ্নজালে স্মৃতির কাফন; শবদেহ ঢলে পড়ে পরিচয়হীন; মৃত্তিকা কবর দেয় বেওয়ারিশ লাশ। হায়! সময়, হায়! চৈতন্যের রথ- কবে ভালোবাসার বাস হবে অনন্ত অম্বরে!