হাজীগঞ্জে ঈদ উপহার বিতরণ

প্রকাশ | ২৮ মে ২০১৯, ০০:০০

মো. আবু বকর ছিদ্দিক সুমন
জেজেডি ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের উদ্যোগে হাজীগঞ্জে ঈদ উপহার বিতরণ
শুভ কাজে আমাদের সঙ্গে থাকুন এবং ভালো কাজের প্রত্যয়ে এই স্স্নেস্নাগানকে সামনে রেখে জেজেডি ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক আজকের দেশকণ্ঠ পত্রিকা অফিসে শনিবার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যায়যায়দিনের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি, দৈনিক আজকের দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. এনায়েত মজুমদার, সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক কাজী মোরশেদ আলম, সাপ্তাহিক নতুনের ডাক পত্রিকার যুগ্ম সম্পাদক মো. হাবিব উল্যাহ, অ্যাডভোকেট ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. আ. মমিন জসিম, সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা কাজী মোরশেদ আলম, দৈনিক আজকের দেশকণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা জাকির হোসেন লিটন, সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার বার্তা প্রধান, হৃদয়ে চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক এবং ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, দৈনিক আজকের দেশকণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সবুজ ভদ্র, যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরামের সভাপতি মো. আবু বকর ছিদ্দিক সুমন, ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক এসএম মিরাজ মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান খান, ফ্রেন্ডস ফোরামের সহ-সাধারণ সম্পাদক সুজন দাস, ফ্রেন্ডস ফোরামের সদস্য সুজিত চন্দ্র সাহা, দৈনিক আজকের দেশকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. হুমায়ুন কবিরসহ প্রমুখ। এ সময় ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. এনায়েত মজুমদার বলেন, সব মানুষের মধ্যে মানবতার শক্তি জাগ্রত করার মধ্যদিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হবে। পরস্পরের ব্যক্তিজীবনের সুখ-দুঃখ ও উৎসবের আনন্দ ভাগাভাগি করার সুযোগ ও পরিবেশ পাবে। তিনি আরও বলেন, ঈদ একটি সামাজিক উৎসব। সমাজের সবাই এক সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যে যে সুখ আছে তা অন্য কোথাও নেই। ফলে বিত্তবান শ্রেণিকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেয়া উচিত। এ ছাড়া আলস্নাহ ও রাসুল (সা.) সমাজের অসহায়, গরিব ও দুস্থদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তাই এবারের ঈদুল ফিতরে সব ভেদাভেদ ভুলে ধনী-গরিব যেন এক সঙ্গে সামাজিক সম্প্রীতি ও বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে জন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতি, ফ্রেন্ডস ফোরাম টোরাগড়, হাজীগঞ্জ, চাঁদপুর