সীতাকুন্ডে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ | ০৪ জুন ২০১৯, ০০:০০

সবুজ শর্মা শাকিল
সীতাকুন্ডে ইফতার মাহফিলে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা
সীতাকুন্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত সোমবার বিকালে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতঃফূর্ত অংশগ্রহণের পাশাপাশি সার্বিক সহযোগিতা করেছেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সীতাকুন্ড শাখার বন্ধুরা। সীতাকুন্ড প্রেসক্লাব সভাপতি এম সেকান্দর হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনে ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন সাংসদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক, সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, শিল্পপতি মাস্টার আবুল কাশেম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মো. আলীম উলস্না, বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উলস্না মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, মুনতাহার সাকিব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক ভট্টাচার্য, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল আলম জহুর, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা ও সীতাকুন্ড প্রতিনিধি সবুজ শর্মা শাকিল, যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ নুরুল কবীর, সীতাকুন্ড পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, সাদেক মস্তান (র.) উচ্চ বিদ্যালয়ের আবু জাফর মো. সাদেক, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম, ফ্রেন্ডস ফোরাম ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ দিদারুল আলম দিদার বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি পত্রিকার মানবৃদ্ধিতে সাংবাদিকরা আরও সর্তক থাকবে এবং এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করবে। তিনি বলেন, সীতাকুন্ডের সাংবাদিকরা ঐক্যবদ্ধ। সরকারের উন্নয়নের পাশাপাশি এখানকার সাংবাদিকরাও ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। সীতাকুন্ডের সাংবাদিকরা যদি ভূমির ব্যবস্থা করতে পারেন, তাহলে আমার নিজের অর্থায়নে একটি আধুনিক প্রেসক্লাব ভবন গড়ে তুলব। তিনি আরও বলেন, ধর্মীয় অনুশাসন পালন মানুষের নৈতিকতাকে উন্নত করে। সব খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে শেখায় এবং আত্মাকে পরিশুদ্ধ করে। তবে ধর্মান্ধতা মানবিক গুণগুলোকে হরণ করে, সভ্যতাকে ধ্বংস করে এবং বর্বরতার মাধ্যমে মানব সমাজকে অন্ধকারে নিক্ষিপ্ত করে। উপদেষ্টা জেজেডি ফ্রেন্ডস ফোরাম সীতাকুন্ড, চট্টগ্রাম।