ঈদের দিনে

প্রকাশ | ০৪ জুন ২০১৯, ০০:০০

আবুল খয়ের
দোয়েল কোয়েল আয় রে- তোরা আয় রে- দলে দলে, দেখ, রে- চেয়ে গগনতলে চাঁদের হাসি দোলে। গোমরামুখী শালিক শ্যামা হাতে রাখো হাত, খুশির ক্ষণে বের কর আজ চাঁদের মতো দাঁত। লম্বা সারি বাঁধো সবাই কর আজ হৈ চৈ, পাড়ায় পাড়ায় খবর যাবে বাবুই চড়ুই কই? গোসল সেরে নতুন জামা পরতে হবে গায়ে, উঁচু নিচুর মিলন হবে দেখতে হবে চেয়ে। মিষ্টি ময়না আসবে বাড়ি রান্না কর পায়েস, কোরমা পোলাও কর আরও পছন্দ তার বেশ। দুঃখের রাজা কোকিল বলে দুঃখ নেই আজ মনে, সবার মিলন দেখে সে যে খুশি ঈদের দিনে।