বোরহানউদ্দিনে প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশ | ১১ জুন ২০১৯, ০০:০০

এমএইচ শিপন
বোরহানউদ্দিনে ঈদের দিন বিকালে প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও অতিথিদের সঙ্গে বন্ধুরা
ভোলার বোরহানউদ্দিনে ঈদুল ফিতর উপলক্ষে গত চার বছরের ধারাবাহিকতায় ৫ জুন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন বিকালে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর মধ্যে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্যসহ স্থানীয় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা অংশ নেয়। শত শত দর্শক ওই খেলা উপভোগ করেন। নির্ধারিত সময়ে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ১-১ গোলে ড্র হয়। আর্জেন্টিনার পক্ষে রিয়াজ প্রথম গোল করেন। জুনিয়র রিয়াজ প্রতিপক্ষের জালে গোল করে সমতা ফেরান। ম্যাচ পরিচালনা করেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান। তাকে সহযোগিতা করেন, তানজিল ও অভি। ম্যাচ শেষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ হারুন-অর-রশীদ, সদস্য সচিব তৌফিকুল ইসলাম ও সমাজকর্মী শাহিন আব্দুলস্নাহ বিজয়ী ও বিজিত দলের প্রত্যেক সদস্যসহ রেফারিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক সৈকত হাসান ও আর্জেন্টিনা সমর্থক দলের অধিনায়ক জুয়েল রানা তাদের প্রতিক্রিয়ায় ফ্রেন্ডস ফোরামের সুস্থ বিনোদন দেয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা এমএইচ শিপন তার বক্তব্যে বলেন, 'বন্ধুত্ব করি দেশ গড়ি'-স্স্নোগানকে ধারণ করে ও মহান মুক্তিযুদ্ধের ব্রত অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ জেজেডি ফ্রেন্ডস ফোরাম। এ সময় জেজেডি ফ্রেন্ডস ফোরামের মাধ্যমে উপজেলার বন্ধুদের মধ্যে একটি আত্মিক ও সাংগঠনিক পরিবেশ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবার সহযোগিতায় ফ্রেন্ডস ফোরামের সব সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশ্বস্ত করেন। এমএইচশিপন উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম, বোরহানউদ্দিন, ভোলা।