বন্দি পাখি

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ০০:০০

কবির কাঞ্চন
খাঁচার ভিতর অচিন পাখি নিত্য থাকে ডরে যতই তারে আপন ভাবি নিজের মতো করে। পাখির মনে আশা জাগে কচিকাঁচা পেলে এই বুঝি সে ছাড়া পেয়ে ডানা জোড়া মেলে। কচিকাঁচা আনন্দ পায় বন্দি পাখি নিয়ে পাখির সনে দোস্তি করে মজার খাবার দিয়ে। খাঁচার পাখির মন ভরে না আদর আপ্যায়নে ক্ষণে ক্ষণে সুযোগ খোঁজে চির পলায়নে। একটি ছেলে খাঁচার ভিতর মায়ার চোখে দেখে বন্দি পাখি কষ্টে পুড়ে মজার খাবার রেখে। \হসেই ছেলেটির মন গলে যায় বন্দি পাখি ঘিরে সুযোগ পেয়ে সেই পাখিটি আপন নীড়ে ফিরে।