এক লৌকিক অভাব

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
উড়াল সময়ের অবাক পথে খড়কুটোর মতো উড়ে যাই- সীমানাহীন সীমানার অযুত বন্দরে; এক লৌকিক অভাবের খোঁজে। একদিন, কেউ একজন- বোধের অবাধ্য নদীতে ঝড় তুলে ব্যারোমিটারে পারদ উপচে অলক্ষ্যের অন্ধকারে চলে গিয়েছে। সেই ভালোবাসার অভাব; দেখা-অদেখার অভাব, সেই স্বপ্ন লুটের অভাব, প্রাণ-টানের অভাব- হৃদয়ে পৌনঃপুনিক হাহাকারের ঢেউ ভাঙে। বুকের অলিন্দ-নিলয়ের রক্তস্রোত মস্তিষ্কের নিউরনে কাঁপন জাগায়- এক লৌকিক অভাবের শূন্য খামার।