ফ্রেন্ডস ফোরামের কমিটি গঠন ডোমার, নীলফামারী

প্রকাশ | ০২ জুলাই ২০১৯, ০০:০০

জুলফিকার আলী ভূট্টো
নীলফামারীর ডোমারে জেজেডি ফ্রেন্ডস ফোরামের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার ফ্রেন্ডস ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন ডোমার সংবাদদাতা জুলফিকার আলী ভূট্টো। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের ব্রত অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে জেজেডি ফ্রেন্ডস ফোরাম। এ ছাড়া বিভিন্ন সামাজিক কাজেও আমরা অবদান রেখে আসছি। বিভিন্ন সময়ে মাদক ও সন্ত্রাসবিরোধীসহ নানা কর্মসূচি পালন করে জেজেডি ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা। পরে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মালা জেসমিন সভাপতি ও সেলিম আল মামুন বাবুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সফিয়ার রহমান রতন, মোতালেব হোসেন, ও হাবিবুল হক দুলাল, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার রহমান বাবলা ও ষষ্টি ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র রায়, অর্থ সম্পাদক হবিবর রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াছ আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাবিবুলস্নাহ, সাংস্কৃতিক সম্পাদক সনজিব কুমার রায়, সমাজকল্যাণ সম্পাদক হবিবর রহমান, ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক, শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মনজুর আলম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের জুলাই, প্রচার ও জনসংযোগ সম্পাদক শাহিনুর রহমান, সদস্য আব্দুল হাই, সাখাওয়াত হোসেন, রওশন আলম পাপ্পু, আলমগীর হোসেন, রতন কুমার রায়, গোপাল চন্দ্র রায়, নুরকাদের সরকার ইমরান, সাখাওয়াত আমিন সৈকত, উত্তম কুমার রায়, আব্দুল ওয়াদুদ, ফিরোজ আল মামুন, পঞ্চানন রায়, সত্যেন্দ্র নাথ রায় ও জহুরুল ইসলাম ডিকো। উপদেষ্টা, জেজেডি ফ্রেন্ডস ডোমার, নীলফামারী