সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০২ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সবুজে সাজাই ধরণীর বুক শুরু হয়েছে বর্ষাকাল। প্রকৃতি তার নিজগুণে সিক্ত হচ্ছে। ষড়ঋতুর আবর্তে ধরণী কখনো রুক্ষ, কখনো সিক্ত আবার কখনো শীতকাতুরে হয়। মানুষের প্রয়োজনে প্রকৃতি তার রূপ পরিবর্তন করে। দিনদিন প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। ইট-পাথরের ইমারতে ভরে যাচ্ছে সব জায়গা। সবুজের দেখা মেলা ভার, তাই তো মাঝেমধ্যে প্রকৃতি তার রুদ্রমূর্তি ধারণ করে আমাদের শাসিয়ে যায়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্পসহ নানারূপ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই আমরা। তবুও আমাদের বোধোদয় হয় না, আমরা নির্বিচারে প্রকৃতিকে ধ্বংস করার কাজে ব্যস্ত থাকি। আমরা চাই না আমাদের দ্বারা প্রকৃতির তথা আমাদের দেশের ক্ষতি হোক। সারাদেশের ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের প্রতি আহ্বান রাখছি তারা যেন তাদের নিজ নিজ এলাকায় চারাগাছ লাগিয়ে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘিরে রাখে। 'গাছ লাগাব ধরণীর বুকে, রাখব সবুজ' এই হোক আমাদের অঙ্গীকার। শিগগিরই আহ্বায়ক কমিটি নতুন বন্ধুদের নিয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজে আহ্বায়ক কমিটি গঠন করা হবে শিগগিরই। মুক্তমনের বন্ধুরা যারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে চান, তারা আমাদের এ আয়োজনে যোগ দিতে পারেন। সৃজনশীল, সংস্কৃতিমনা, আত্মপ্রত্যয়ী ব্যক্তিদের সাদর আমন্ত্রণ। তুহিন ভূঁইয়া জেজেডি ফ্রেন্ডস ফোরাম তেজগাঁও আর্দশ স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও, ঢাকা। ০১৬২৭৭৩৭২৪১ নবীগঞ্জ বন্ধু চাই নবীগঞ্জে সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। সৃজনশীল কাজ করতে ইচ্ছুক যারা, তারা এ আলোর মিছিলে যোগ দিতে পারেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে সমষ্টিগত প্রয়াস ও প্রচেষ্টায় সত্যের মশাল জ্বেলে এক নতুন দিগন্তের প্রত্যাশায় ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা এগিয়ে যেতে চান। হিংসা, দ্বেষ, হানাহানিমুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে জনকল্যাণে সাধ্যমতো অবদানও রাখতে পারেন। \হ মাজহারুল ইসলাম তারেক জেজেডি ফ্রেন্ডস ফোরাম নবীগঞ্জ, হবিগঞ্জ। ০১৭১৯০০৯৬৬৬