পোড়া পাঁজরের উনুন

প্রকাশ | ০৯ জুলাই ২০১৯, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
তোমাকে দেখলে- কামারের হাপরের মতো ফুসফুসের ওঠানামার পারদ স্কেল ব্যাকরণ ভুলে যায়... বুকে হাতুড়ি পেটানোর অদ্ভুত শব্দে লোহিত কণিকায় জেগে ওঠে অক্সিজেনের অবাধ নৃত্যের ঝলকানি। অন্তর-অম্বরের চিলেকোঠার ক্ষুদ্র ঘরে; এক চিলতে আকাশ কিংবা সমুদ্রের অবাধ্য ঢেউয়ে আছড়ে পড়া বালুকণায় তোমার অস্তিত্ব খই ফোটে; আমার পোড়া পাঁজরের উনুনজুড়ে।