শহর দিলো ডুব

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ০০:০০

তুষার কুমার সাহা
যখন দেখি বৃষ্টি পড়ে একটু বেশি খুব, শহর আমার বষার্ হয়ে দিয়ে ফেলে ডুব। হঁাটু জলে শহর আমার হয়ে থাকে চুপ, জলাশয় আর আবজর্নায় ভেসে ওঠে রূপ। বষার্র জলে গাড়ি চলে শব্দ হয় যে ঝুপ, হঠাৎ করে গাড়ি উল্টে থাকে যদি খোপ।