অভিশপ্ত শ্রাবণ

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ০০:০০

স্বপন শমার্
প্রখর উত্তাপ বষার্-কালে মেঘেও নেই পানি, কার অভিশাপ করছি যে ভোগ টানছি পাপের ঘানি। চৈত্র মাসের গরম যেমন গ্রীষ্মকালে হয়Ñ বষার্কালে এবার হলো চৈত্রের পরাজয়। কারণটা কি? খুঁজতে দেখি, স্বাথর্বাদী মানুষ, আপন স্বাথর্ হাসিল করে উড়ায় রঙের ফানুস। সেই কারণে আজকে দেশে উজার পাহাড় বন, আমরা এখন ভুগছি সে ফল অভিশপ্ত শ্রাবণ।