নৈসর্গিক যোদ্ধা

প্রকাশ | ৩০ জুলাই ২০১৯, ০০:০০

দীপিকা রায়
বৃক্ষতলে বাসা বাঁধে নিঃস্ব পাখির ছা, সারাদিনে কর্ম করে রাতে জুড়ায় গা। সুখের পরশ পেতে, চায় তারা রাত- নিত্য কষ্ট ভুলে গিয়ে হতে চায় কাত; পেটের ক্ষুধার সঙ্গে যুদ্ধ করে যায়, রাত্রি হলে বৃক্ষতলে আয়েশে ঘুমায়। শীতলপাটিতে শুয়ে দেখে তারা আর চাঁদ- মৃদু বাতাসের কোলে ভাঙে জ্যোৎস্না বাঁধ। মেঘমালা এসে ঢাকে রাতের আকাশ- অল্প পরে ধেয়ে আসে তুফান বাতাস। বিকট সুরের ছন্দে, নামে জলপরী- অনাবিল প্রকৃতিও হয় ভয়ঙ্করী! মাতাল নিশীথ রাত খুবই নির্মম, প্রকৃতি মাতাও হয় দুখীদের যম! প্রকৃতির হাতে থাকে কত দুখী প্রাণ, রাগান্বিত হলে মাতা নেই কারো ত্রাণ। \হনৈসর্গিক যোদ্ধা করে নাকো ভয়- নিদারুণ প্রকৃতিকে করে তারা জয়।