বৃক্ষরোপণ অভিযান বোরহানউদ্দিন

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

এম এইচ শিপন
বোরহানউদ্দিন কামিল (আলিয়া) মাদ্‌রাসা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করছেন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা
ভোলার বোরহানউদ্দিনে যায়যায়নি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে একশ ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। বোরহানউদ্দিন কামিল (আলিয়া) মাদ্রাসা ক্যাম্পাসে ওই চারা রোপণ করা হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসে বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ প্রধান অতিথি ও কামিল মাদ্রাসার প্রধান ফকিহ্‌ ড. মোহাম্মদ হাবিবুলস্নাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। ওই সময় সংক্ষিপ্ত বক্তৃতায় অধ্যক্ষ হারুন-অর-রশীদ যায়যায়দিনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভোলা একটি উপকূলীয় জেলা। প্রাকৃতিক ঝড়-ঝঞ্ঝার সঙ্গে এ দ্বীপের মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করছে। গাছ না লাগিয়ে ক্রমাগত বনভূমি ধ্বংসের ফলে প্রাকৃতিক বিপর্যয় বেড়ে চলেছে। বৃক্ষরোপণের মধ্যেই রয়েছে বিপর্যয় থেকে মুক্তির চাবি। প্রধান ফকিহ্‌ ড. মোহাম্মদ হাবিবুলস্নাহ বলেন, পতিত জমি ফেলে না রেখে প্রত্যেকের উচিত গাছ লাগানো। এতে প্রাকৃতিক ভারসাম্যের পাশাপাশি একটু যত্ন করলেই অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার গ্যারান্টি থাকে। উপস্থিত সবাইকে তিনি উপকূল বাঁচাতে গাছ লাগানোসহ এ ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি আরো বলেন, মাত্র দু'বছর আগে এ ক্যাম্পাসে ফ্রেন্ডস ফোরামের লাগানো অন্তত ৩০টি পেয়ারা গাছে ফল ধরেছে। তিনি যায়যায়দিনের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব এ কে এম তৌফিকুল ইসলাম বলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সমতাভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ, মাদকবিরোধী কর্মসূচি, শীতার্তদের বস্ত্র দেয়া, ক্রীড়া প্রতিযোগিতাসহ বহুমুখী কাজ চলমান। ধারাবাহিকভাবে এ কাজগুলো চলবে। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়ানো হবে। ওই সময় ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন, যুগ্ম সদস্য সচিব সাদ্দাম হোসেন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। চারা রোপণের প্রক্কালে সময় শিক্ষক-শিক্ষার্থীরা ফ্রেন্ডস ফোরোমের বন্ধুদের চারা রোপণে সহযোগিতার পাশাপাশি ওই চারা পরিচর্চার নিশ্চয়তা প্রদান করেন। এম এইচ শিপন উপদেষ্টা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম বোরহানউদ্দিন।