বৃক্ষরোপণ অভিযান লোহাগাড়া

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

এম আবদুল জব্বার ফিরোজ
চট্টগ্রামের লোহাগাড়ায় গাছের চারা বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহসহ অন্যান্য অতিথিরা।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত চুনতি অভয়ারণ্য এলাকায় পরিবেশ হোক সবুজ, বাসস্থান হোক নিরাপদ। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নকশা ইঞ্জিনিয়ারংয়ের উদ্যোগে গত ২ আগস্ট শুক্রবার বেলা ৩টায় উপজেলার নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিকদের সঙ্গে এক ব্যতিক্রম ধর্মী বনভোজনের আয়োজন করা হয়েছে। এ সময় যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মাওলানা আবদুল জাব্বার ফিরোজের নেতৃত্বে ফোরামের বন্ধুরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করেন। অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য ছিল নকশা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে গাছের চারা বিতরণ, বিএসআরএমের পক্ষে গিফট হ্যাম্পার ও এ জে চৌধুরী অ্যান্ড কোংয়ের পক্ষে রেফেল ড্রয়ের আয়োজন করা হয়। ব্যতিক্রম ধর্মী আয়োজনে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা, নকশা ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান, জনপ্রিয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসূফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলমগীর, বিএসআরএম স্টিল লিমিটেডের হেড অব সেলস মুহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, তরুণ সমাজসেবক মুহাম্মদ মিরান হোসেন মিজান, বিএসআরএম স্টিল লিমিটেড চট্টগ্রামের রিজোনাল নজরুল ইসলাম, যায়যায়দিন পত্রিকার লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মাওলানা আবদুল জাব্বার ফিরোজ এ জে চৌধুরী অ্যান্ড কোংয়ের স্বত্বাধিকারী এম আখতারুজ্জামান চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার, সাংবাদিক মুহাম্মদ এরশাদ হোসাইন, শিল্পপতি হাজি মুহাম্মদ আমিনুল হক, বিএসআরএম স্টিল লিমিটেডের কর্মকর্তা সঞ্জয় চৌধুরী, মুহাম্মদ আসিফ, দিদারুল আলম, নির্মাণ শ্রমিক নেতা মুহাম্মদ দেলোয়ার মিস্ত্রি। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিকদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহসহ অন্যান্য অতিথিরা। উপদেষ্টা জেজেডি ফ্রেন্ডস ফোরাম লোহাগাড়া উপজেলা, চট্টগ্রাম।