প্রণয়পত্র

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

দীপিকা রায়
আমি নই মহাসিন্ধু, আমি ঘাসের ডগায় সঞ্চিত হওয়া শিশির একবিন্দু- \হনেই উচ্ছ্বাসিত ঝর্ণাধারা; তাতে মিটবে কি তোমার অতৃপ্ত পিপাসা? যদি তা মিটে, তবে এসো ওগো প্রিয়- মিটাব পিপাসা বিলিয়ে নিজের সত্তা। আমি নই ধ্রম্নবতারা্ত আমি গোধূলির কোলে ক্ষণেক জ্বলিত সান্ধ্যদ্বীপ, \হনেই শাশ্বত আলোকসজ্জা; তাতে হবে কি তোমার ভ্রান্ত পদযাত্রা? যদি না হয়, তবে এসো ওগো প্রিয়- করব আলোকিত সপ্তশিখার আলোকে। আমি নই ভূমিতল, আমি সহ্যের বাঁধন ছিন্ন হওয়া শুষ্ক বালুচরি- \হনেই দুঃসহ সহ্যের বাঁধ; তাতে মন কি তোমার হবে মরুভূমি? যদি না হয়, তবে এসো ওগো প্রিয়-