ফুলবাড়ীতে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

ইউনুছ আলী আনন্দ
ফুলবাড়িতে হাডু-ডু খেলার শেষে ফটোশেসন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেজেডি ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদরের চেয়ারম্যান পাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। চেয়ারম্যান পাড়া স্পোর্টিং ক্লাব দুদিনব্যাপী এ খেলার আয়োজন করে। ঈদের প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করে বিলুপ্ত ছিটমহল (নিউবাংলা) হাবিবপুর সবুজ হা-ডু-ডু দল বনাম চেয়ারম্যান পাড়া স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় দিনে অংশগ্রহণ করে স্থানীয় কেপিএস সন্ধি ক্লাবের নবীন প্রবীণ হা-ডু-ডু দল। প্রথমদিনের এক ঘণ্টার পয়েন্ট নিয়ে এ খেলায় ১১৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে বিলুপ্ত ছিটমহল (নিউবাংলা) হাবিবপুর সবুজ হা-ডু-ডু দল। চেয়ারম্যান পাড়া স্পোর্টিং ক্লাব পয়েন্ট পান ৮১। পরে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়। ট্রফি গ্রহণ করেন নিউ বাংলা হাবিবপুর সবুজ হা-ডু-ডু দলের টিম লিডার আয়নাল হক। পরাজিত চেয়ারম্যান পাড়া স্পোর্টিং ক্লাবকে দেয়া হয় রানার্স আপ ট্রফি। ট্রফি গ্রহণ করেন চেয়ারম্যান পাড়া স্পোর্টিং ক্লাবের হা-ডু-ডু দলের টিম লিডার আহম্মদ আলী বেহারী ও সহকারী টিম লিডার আব্দুস ছালাম। এ সময় দুই দলের অংশগহণকারী ১৪ জন খেলোয়াড়কে সৌজন্য পুরস্কার হিসেবে একটি গেঞ্জি ও মেডেল উপহার দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলার পরিচালক ক্রীড়ামনা ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা সুরত জামাল, সহকারী পরিচালক সামছুল হক, বেলাল হোসেন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, চেয়ারম্যান পাড়া স্পোর্টিং ক্লাবের আরিফুল ইসলাম হাসান, আব্দুস ছালাম, ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইউনুছ আলী, ক্রীড়ানুরাগী মোখলেছুর রহমান ক্লে, মনছুর আলী, ইউসুফ আলী সংগ্রামীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার ভাষ্যকার ছিলেন ইয়াকীন আলী আপেলসহ রাতুল ইয়াছিন ও আরও অনেকে। খেলায় হাজার হাজার নারী-পুরুষ দর্শকের উপস্থিতি ঘটে। উপদেষ্টা \হজেজেডি ফ্রেন্ডস ফোরাম, ফুলবাড়ী, কুড়িগ্রাম।