বৃষ্টিভেজা কদম ফুলে

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৯, ০০:০০

মো. মোশফিকুর রহমান
আষাঢ় মাসে বৃষ্টি এলো দূরে কদম বনে, একাকী বসে তোমাকে ভাবী হৃদয় পোড়া মনে। আষাঢ় মাসে বৃষ্টি দিনে তোমাকে পেতে বুকে, অবোলা এই হৃদয় পট রোজই দেখি ধুঁকে। বৃষ্টি ভেজা কদম ফুলে তোমার কথা ভাবী, হয়তো তুমি কদম ফুলে খেলছো লুকোচুরি। কদম ফুলের মালা গেঁথে দূর্বা ঘাসে বসে, তোমার আশায় বসে থাকি না থাকলেও দিশে। বৃষ্টি ভেজা সন্ধ্যা শেষে মেঘের লুকোচুরি, কদম বনে কেউ আসে না একাকী তাকে খুঁজি। রাতের শেষে ভোরের বেশে সূর্যি মামা ওঠে, তবু জানিনা কোথায় আছো কার রাজ্যপটে!