শুভ্রতার শরৎ

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

দিপংকর দাশ
নীল গগনে মেঘের খেলা রংধনুটা হাসে, কাশের বনে চাঁদের হাসি মেঘের ভেলা ভাসে। সাঁতার কেটে যায় হাঁসেরা নদীর মাঝামাঝি, ল্যাংটা ছেলে শাপলা তোলে সে যে ভীষণ পাজি। শরৎ রানি ঘোমটা টেনে লুকায় কাঁটা বনে, লজ্জাবতী ফুলপরিরা নাচে অলির সনে। শারদীয়ার বার্তা নিয়ে ঘোটক আসে ধেয়ে, শান্তি নেমে আসে ধরায় প্রেমের লতা বেয়ে। হৃদ মাঝারে শরৎ আনে শুভ্র সজীবতা, আসমানিরা সুখেই থাকে দারুণ নীরবতা।